কোনো এক অদৃশ্য শক্তি দেশটা চালাচ্ছেঃ ফখরুল

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো এক অদৃশ্য শক্তি দেশটা চালাচ্ছে। প্রতি মুহূর্তে আমাদের ওপর খবরদারি করা হচ্ছে। এরকম একটা অবস্থার মধ্যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মরহুম রাজনীতিক অলি আহাদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

অলি আহাদের মেয়ে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার সভাপতিত্বে ও জাহিদ-উর রহমানের সঞ্চালনায় আলোচনাসভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল আরও বলেন, দেশে দুঃখজনক পরিস্থিতি বিরাজ করছে। গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এখন আর নির্বাচিত চেয়ারম্যান হয় না। আওয়ামী লীগের মনোনয়ন পেলেই চেয়ারম্যান হয়ে যায়।

এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক মানববন্ধনে অংশ নিয়ে ফখরুল বলেন, এই সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা ১০ টাকা দরে চাল খাওয়ানোর কথা বলেছিল। এখন চালের কেজি ৭০ টাকা। তেলের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে। তাদের সেদিকে কোনো খেয়াল নাই। সূত্রঃ দৈনিক ইত্তেফাক। সম্পাদনা ম/হ। রু ২৪১০/২৭ 


Related Articles