ইভ্যালির রাসেল-শামীমার মুক্তির দাবিতে ঢাকায় মানববন্ধন

ইভ্যালির রাসেল-শামীমার মুক্তিতে পণ্য পেতে পারে এমন চিন্তা ভাবনায় মানববন্ধন করছে কিছু সংখ্যক গ্রাহক। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি চেয়ে মানববন্ধন করেন কিছু গ্রাহক।

আজ মঙ্গলবার সকাল ১০টার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকার কাছের সড়কে এ মানববন্ধন শুরু হয়ে বেলা ১১টার দিকে শেষ হয়।

পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় এলাকা থেকে সিএমএম আদালতের দক্ষিণ–পূর্ব পাশ পর্যন্ত সদরঘাট সড়কের পাশে দাঁড়িয়ে ইভ্যালির গ্রাহক পরিচয়দানকারী ব্যক্তিরা রাসেল ও তার স্ত্রীর ছবি হাতে নিয়ে মানববন্ধন করেন। তারা রাসেল ও শামীমার মুক্তি দাবি করেন। মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন, তারা চান ইভ্যালির রাসেল-শামীমাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। তারা যদি জামিনে থেকে ব্যবসা করার সুযোগ পান, তাহলে গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ করবেন বলে তাদের বিশ্বাস।

মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা কলেজের ছাত্র মিজানুর রহমান বলেন, ‘আমি ইভ্যালির একজন গ্রাহক। আমি অনেক পণ্য ইভ্যালিতে অর্ডার করেছি। কিন্তু পণ্য এখনো হাতে পাইনি। রাসেল ও শামীমা মুক্তি পেলে পণ্যগুলো হয়তো হাতে পাব।’

এদিকে, ধানমন্ডি থানায় প্রতারণার অভিযোগে এ দুজনসহ ইভ্যালির ২০ কর্মকর্তার নাম উল্লেখ করে আরও একটি মামলা হয়েছে। এ মামলায় ধানমন্ডি থানা-পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে ইতিমধ্যে আদালতে আবেদন করেছে। সুত্রঃ আমাদের সময়। সম্পাদনা ম/হ। রু ২১০৯/১৫ 

Related Articles