শিক্ষার্থীদের বাসে ভাড়া অর্ধেক কার্যকর

অবশেষে গণপরিবহনে হাফ পাস নিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন বাসমালিকরা। বুধবার থেকে বেসরকারি মালিকানাধীন গণপরিবহনের বাসে অর্ধেক ভাড়ায় চলতে পারবে শিক্ষার্থীরা। তবে এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে।

শর্তে বলা হয়েছে, ছুটির দিনে শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারবে না। ছুটির দিনগুলোতে তাদের পুরো ভাড়াই দিতে হবে। এছাড়া ঢাকার বাইরেও হাফ পাসের সিদ্ধান্ত কার্যকর হবে না।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিয়য়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন।

এক সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, “সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দিতে পারবে। তবে ছুটির দিনে অর্ধেক ভাড়া কার্যকর করা হবে না। এ সিদ্ধান্ত শুধু ঢাকার জন্য। ঢাকার বাইরে এই সিদ্ধান্ত কার্যকর হবে না।”

Related Articles