অন্টারিওতে জব্দ ৫৬টি বন্দুক

কানাডার অন্টারিওর ব্লুওয়াটার ব্রিজে এক নারীর গাড়ির ট্রাঙ্ক থেকে এ মাসের গোড়ার দিকে ৫৬টি গ্লক হ্যান্ডগান, অনেকগুলো ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফ্লোরিডার ওই নারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। ৪৮ বছর বয়সী ওই নারী ১ নভেম্বর সেন্ট ক্লেয়ার রিভারের কানাডা অংশে পৌঁছান।

গাড়ির ট্রাঙ্কে রাখা বক্স তল্লাশি করে ৫৬টি সাবকম্প্যাক্ট, কম্প্যাক্ট ও ফুল পলিমার-ফ্রেম গ্লক হ্যান্ডগান, ১০ রাউন্ডের বেশি গুলি ধারণক্ষমতার ১৩টি ম্যাগাজিন, ৪৩টি ১০ রাউন্ড ম্যাগাজিন ও গুলি পান সিবিএসএ কর্মকর্তারা। বন্দুকের সিরিয়াল নাম্বার মেলানোর পর কয়েকটি বন্দুক নেই বলে জানতে পারেন তারা।

গ্রেটার টরন্টো এরিয়ার তদন্তকারীরা বলছেন, এ ধরনের সেমি-অটোমেটিক প্রতিটি হ্যান্ডগান রাস্তায় ৩ হাজার থেকে ৫ হাজার ডলারে বিক্রি হয়ে থাকে।

এ ঘটনায় ভিভিয়ান রিচার্ডস নামে ফ্লোরিডার ওকল্যান্ড পার্কের ওই নাগরিকের বিরুদ্ধে পাঁচটি ফৌজদারি ও তিনটি কাস্টম আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

সিবিএসএ বলেছে, সাম্প্রতিক সময়ে দক্ষিণ অন্টারিওতে জব্দ করা এটাই অস্ত্রের সবচেয়ে বড় চালান। সূত্রঃ বেঙ্গলি টাইমস। সম্পাদনা ম\হ। না ১১২৮\০৬

Related Articles