ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে: দাবি ফ্রান্সের

ফ্রান্স আবার অভিযোগ করেছে, ইরান ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যানে ক্লেয়ার লিগেন্দ শুক্রবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করে তার পারমাণবিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।তিনি ইরানকে পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি পূর্ণভাবে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।

ফ্রান্স এমন সময় এ অভিযোগ করল যখন আমেরিকা পরমাণু সমঝোতা থেকে পুরোপুরি বেরিয়ে গেছে এবং ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলিও এই সমঝোতা মেনে চলতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বিষয়টি নিশ্চিত করে সম্প্রতি বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সংবাদ সম্মেলন শুক্রবার এমন সময় অনুষ্ঠিত হয় যখন আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি প্যারিস সফর করছেন।তিনি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ভিয়েনা সংলাপ আবার শুরু করার বিষয়ে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে আলোচনা করতে বর্তমানে ইউরোপ সফর করছেন।

গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক ছয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গত জুন মাসে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে ওই সংলাপ বন্ধ রয়েছে।

যেসব কারণে ভিয়েনা সংলাপ থেকে ফল বের হয়ে আসছে না তার অন্যতম হচ্ছে ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন সিদ্ধান্ত। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তার কিছু নিষেধাজ্ঞা পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তনের পরও বহাল রাখতে চায় ওয়াশিংটন।

একইসঙ্গে আমেরিকার বর্তমান জো বাইডেন প্রশাসন বলেছে, পরবর্তী মার্কিন সরকারগুলো এই সমঝোতা থেকে যে বেরিয়ে যাবে না সে সংক্রান্ত নিশ্চয়তা দেয়া বর্তমান প্রশাসনের পক্ষে সম্ভব নয়। কিন্তু ইরানের পক্ষে এ ধরনের ভঙ্গুর অবস্থা মেনে অসম্ভব বলে তেহরান জানিয়ে দিয়েছে। সূত্রঃ পার্সটুডে। সম্পাদনা ম\হ। না ১০২৩\০৫

Related Articles