কানাডায় বাড়ছে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা

মহামারি সহায়তা বন্ধ হয়ে আসায় কানাডায় উচ্চ ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন ব্যাংক অব কানাডার ডেপুটি গভর্নর পল বিউড্রি।

অন্টারিও সিকিউরিটিজ কমিশন আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, মহামারির সময় বিধিনিষেধের কারণে কানাডিয়ানদের ব্যয়ের খাত সীমিত হয়ে পড়েছিল।

এ অবস্থায় নজিরবিহীন ফেডারেল সহায়তা কানাডিয়ার আর্থিক অবস্থাকে শক্তিশালী করে তোলে। কিন্তু উচ্চ মাত্রায় ঋণের কারণে সৃষ্ট ঝুঁকি কিছুটা বিরতি দিয়ে আবার বাড়তে শুরু করেছে।

বিউড্রির মতে, ব্যাংকের হিসাব বলছে উচ্চ মাত্রায় ঋণগ্রস্ত পরিবারের হিস্যা মহামারি পূর্ববর্তী সময় অর্থাৎ ২০১৯ সালকে ছাড়িয়ে যাবে। ওই সময় উচ্চ হারে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যায় রেকর্ড সৃষ্টি হয়েছিল।

বেশি ঋণ নেওয়ার কারণ হিসেবে তিনি দীর্ঘ সশয় পর্যন্ত নি¤œ সুদকে ইঙ্গিত করেন। সূত্রঃ বেঙ্গলি টাইমস। সম্পাদনা ম\হ। না ১১২৮\০৮

Related Articles