"বসন্ত ভালোবাসি না"

কৃষ্ণচূড়া-লাল গোলাপ টগর বা জুই এসব কিছু ভাল্লাগে না, চাই-না আমার "তুই"। ভালো লাগে না, বৃষ্টি আমার খরাই চমৎকার!

তারচে' ভালো হতো যদি, মৃত্যু হাজারবার!

আমি একটু কেমন যেন খুব একটা হাসি না। সত্যি বলতে,  আমি বসন্ত ভালোবাসি না।

নেভি ব্লু রঙের শাড়ি,  লাল টিপ আর কালো ঘড়ি ওসব আমার জন্য না! তাই-তো, আমি বসন্ত ভালোবাসি না।

ভালো লাগে না গান-কবিতা চাই না আমি বন্ধুত্ব! মায়া মমতা? মিথ্যা সবি তা গুরুত্ব পায় দূরত্ব নীল পাহাড়ে চাই না যেতে ️ কবর তারচে' দৃষ্টিনন্দন ! 

কে যায় সমুদ্রে পা ভেজাতে চোখের জলেই হৃদ স্পন্দন। সুখ যেন কেমন বিদঘুটে লাগে! দূখেই পরম শান্তি থাকে আচ্ছা কেমন হতো তবে? পারতাম যদি চলে যেতে নতুন সূর্য ওঠার আগে।

যখন যেতে চাইবে না মন ঠিক তখন-ই মৃত্যু এসে  কাদাবে যত আছে স্বজন খুব যত্নে ভালোবেসে।

ঝরবে মুকুল, নতুন কুড়ি উড়বো আমি, উড়বে ঘুড়ি মুখটি তুলে পানকৌড়ি সুধোবে আমায়, "যাচ্ছো কোথা, শহর ছাড়ি?" "যাচ্ছি আমি আমার বাড়ি" বলবো খানিক মুচকি হেসে, "মিথ্যা মায়ার বাঁধন ছাড়ি, সত্যটাকে ভালোবেসে।" 

পানকৌড়ি বলবে ছলে, "বসন্ত এ-ই এলো বলে!" বলবো আমি মৃদু স্বরে, "আসুক নেমে তাদের তরে, যারা বসন্ত ভালোবাসে, অপেক্ষা করে দারুণ ত্রাসে। আমি স্বপ্নে ভাসি না,  কারণ আমি বসন্ত ভালোবাসি না!!!" 

সুইটি

Related Articles