ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে “অদম্য বাংলাদেশ কর্ণার” নির্মাণ করায় প্রসংশিত হয়েছেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
বাংলাদেশের সূচনা থেকে বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়েই ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম তার নিজস্ব চিন্তাধারায় স্থাপন করেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের যাদুঘর “অদম্য বাংলাদেশ কর্ণার।” এ যাদুঘরটি জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত।
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের যাদুঘর “অদম্য বাংলাদেশ কর্ণার” ঠাকুরগাঁওয়ে নির্মাণ করায় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমকে অন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী।
তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে যোগাযোগ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে এই ধরণের “অদম্য বাংলাদেশ কর্ণার” বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তৈরি করা হয় তাহলে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, চেতনা বিকশিত ও আরও প্রসার হবে। এই উদ্যোগটি জেলা প্রশাসকের একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি তাঁকে কৃতজ্ঞতা জানাই পাশা-পাশি বিভিন্ন উপজেলার সরকারি অফিস গুলোতে ও বিভিন্ন এনজিও সংস্থা গুলো যদি এই ধরণের উদ্যোগ গ্রহণ করে তাহলে আমার মনে হয় বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, চেতনা, মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে ও জেলা পরিষদ এর পক্ষ থেকে আগামীতে এই ধরণের “অদম্য বাংলাদেশ কর্ণার” তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি।
এখানে ৭ মার্চের পরবর্তী ঘটনা প্রবাহ হতে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের অভ্যুদয়, ২০০০-২০১৫ সাল পর্যন্ত এমডিজি সফল বাস্তবায়ন, ২০২০ এ বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মবার্ষিকী উৎযাপন,৭ম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মধ্যম আয়ের দেশে রুপান্তর, ২০১৬-২০৩০ এসডিজি বাস্তবায়ন, সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০১৮ এর ৩টি বাতিঘর আমার গ্রাম আমার শহর, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি ও সুশাসন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ, ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষে উন্নতির সর্বোচ্চ শিখরে আহোরণ, ২১০০ সালের ডেল্টা প্ল্যান, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এবং ১০টি মেগা প্রকল্প সচিত্ররুপে স্থান পেয়েছে এ কর্ণারে।
এবিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম যোগাযোগ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠাকুরগাঁওয়ের আর্থ সামাজিক উন্নয়নে ঠাকুরগাঁও জেলাকে একটি উন্নত জেলা হিসেবে গড়ে তুলার লক্ষ্যে এরই ধারাবাহিকতায় বাংলাদেশের অতীত জন্মইতিহাস, বর্তমান মিশন ও ভবিষ্যৎ ভীশন তরুণ প্রজন্মের নিকট তুলে ধরা ও সরকারের উন্নয়ন পরিকল্পনায় তরুন জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার উদ্দেশ্যেই অদম্য বাংলাদেশ কর্ণার স্থাপন করা হয়েছে।
জাহিদ হাসান মিলু