কাজ হয় বলেই অনেক সময় চাহিদা তৈরি হয় আবার কিছু ক্ষেত্রে চাহিদা আছে বলেই কাজ তৈরি হবে। বাংলাদেশে এনিমেশনের চাহিদা রয়েছে ব্যপক পরিমানে এবং এ দেশের বাচ্চাদের কাছেও এনিমেশন ব্যপক মাত্রায় জনপ্রিয়।তবে সবচেয়ে আশ্চর্যের ব্যপার হলো এত চাহিদা থাকা সত্বেও তৈরি হচ্ছে না কোন ভাল মানের এনিমেশন। কিছু এনিমেশন স্টুডিও চালু হলেও খুব বেশি দূর এগুতে পারে নি বন্ধ হয়ে গিয়েছে অনেক গুলিই। এনিমেশন শেখার জন্যে ভাল কোন প্রতিষ্ঠান না থাকায় এই ইন্ডাস্ট্রিটি ঠিক দাঁড়াতে পারছেন না বলে মনে করছেন অনেক গুনী এনিমেটর।
তবে আপনি যদি এনিমেটর হতে চান তাহলে এই লিখাটি আপনার জন্যেই। বর্তমানে এই ইন্ডাস্ট্রিঅ অবস্থা ভাল না হলেও সুদূর ভবিষৎ এর দিকে তাকালেই দেখবেন এই সেক্টরে রয়েছে ভাল ভাল কাজ করার সুযোগ। ফোন স্ক্রল করলেই আপনার সামনে ভেসে আসবে হাজারো এনিমেশন। দিনে দিনে এনিমেশনের কদর বেড়েই চলছে। তাই এ সেক্টরে দক্ষতা থাকলে ভাল ভাল কাজ করা সম্ভব হবে বাংলাদেশেও। আপনি যদি নিজেকে একজন দক্ষ এনিমেটর হিসেবে গড়তে চান তাহলে এই লিখাটি আপনাকে বিশ্বের বিভিন্ন দেশের এনিমেশন ইউনিভার্সিটি গুলোর গুনাগুন এবং ভর্তি সংক্রান্ত তথ্য জানতে সাহায্য করবে। আমরা কয়েক পর্বে আলোচনা করবো বিশ্বের সব বিখ্যাত এনিমেশন ইউনিভার্সিটি নিয়ে। এনিমেশনে জাপানের বেশ সুনাম রয়েছে। আগামী পর্বে আমরা আলোচনা করবো জাপানের ওসাকা আর্ট ইউনিভার্সিটি নিয়ে। তুলে ধরবার চেষ্টা করবো সেখানকার শিক্ষাব্যবস্থা এবং জানাবো সেখানকার সাবেক শিক্ষার্থী এ এফ এম মুনিরুজ্জামানের জাপানে পড়ার অভিজ্ঞতা নিয়ে।
Author : Kaniz Fatema
Student of Media studies and journalism