ছবি একাত্তর ফাউন্ডেশন ও বন্ধন এসোসিয়েশন আয়োজিত লাইভ কন্সার্টে গান পরিবেশন করবেন সা রে গা মা পা খ্যাত শিল্পী নোবেল। ভার্জিনিয়ার লাইভ কনসার্টের আয়োজক এবং ৭১ ফাউন্ডেশনের মুনির হুসাইন(সেক্রেটারী জেনারেল অব ৭১ ফাউন্ডেশন ) মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগ২৪কে জানান আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে চাই তাই আমারা ৭১ ফাউন্ডেশন এর মাধ্যমে সর্বচ্চো চেষ্টা করে যাচ্ছি।
এছাড়াও আমরা আরো অনেক গুলো ইভেন্ট এর আগে আয়োজন করেছি এবং আল্লাহর রহমতে সফলও হয়েছি আশা করছি ৭১ ফাউন্ডেশন ও বন্ধন এসোসিয়েশন অব ওয়াশিংটন ডিসি কর্তৃক আয়োজিত লাইভ কন্সার্ট অনুষ্ঠানটি আগামী ১৩ই সেপ্টেম্বর ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হবে। আশা করছি এবার ও এটি একটি সফল অনুষ্ঠান হতে যাচ্ছে। ইতিমধ্যেই আমার নোবেলকে নিয়ে আসার বিষয়টি সিউর করেছি।
নোবেলের দুর্দান্ত ভয়েস এবং সুর উপভোগ করতে যোগ দিবেন ইউএস এর সকল প্রবাসি বাংলাদেশি এবং সকল শ্রেনি ও পেশার মানুষেরা আমাদের সাথে সেই সাথে আনন্দ ভাগ করে নেবে বন্ধুদের এবং পরিবারের সাথে। আমরা আশা রাখছি এটি একটি অবিস্মরণীয় রাত হবে সকলের জন্য।
এছাড়াও অনুষ্ঠানটি উপভোগ করার জন্য অনুষ্ঠানের পাশাপাশি আরো আয়োজন করা হয়েছে অনেক রকমের খাবার এবং পোশাক বিক্রেতার স্টল।
Location
Rachel M. Schlesinger Concert Hall and Arts Center
4915 East Campus Drive
Alexandria, VA 22311
United States