হাকিকুল ইসলাম খোকন :
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-কে ঘিরে নিউইয়র্কে আয়োজন হুমায়ূন আহমেদ সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলন হবে ২৮-২৯ সেপ্টেম্বর।
সে বিষয়ে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হলো সাংবাদিক সম্মেলন গত শনিবার ১৭ আগষ্ট । আয়োজক ছিলো শো-টাইম মিউজিক। উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। হুমায়ূনপত্নী অভিনেত্রী- কন্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। উদ্যোক্তা কমিটির অাহ্বায়ক লেখক ড. সিনহা মনসুর। সদস্য সচিব কবি মিশুক সেলিম। অন্যতম উদ্যোক্তা আলমগীর খান আলম। ছিলেন কবি মোহাম্মদ আলী বাবুল, রওশন হাসান প্রমুখ।খবর বাপসনিঊজ ।হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন ২০১৯, নিউইয়র্ক
আয়োজনে: শোটাইম মিউজিক