২০২২ সাল নাগাদ কাজ হারাবে সাড়ে ৭ কোটি মানুষ। রোবট এসে দখল করে নিবে এসব কাজ। তবে নতুন প্রযুক্তির কারণে তৈরি হবে নতুন ১৩ কোটি কাজ।
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক রিপোর্টে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের সময় বেঁচে যাবে অনেক, আর সেটা তাদের অন্য কাজ করার সুযোগ করে দেবে।
তাদের রিপোর্টটিতে বলা হয়, রোবট এবং এলগরিদমের কারণে এখনকার বিভিন্ন কাজের উৎপাদনশীলতা অনেকগুন বেড়ে যাবে। কিন্তু এর ফলে নতুন কাজ তৈরিরও সুযোগ হবে।
ডাটা এনালিস্ট, সফটওয়্যার ডেভেলপার, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট- এধরণের কাজ প্রচুর বাড়বে। তবে শিক্ষক বা কাস্টমার সার্ভিস কর্মীর মতো কাজ, যাতে কিনা অনেক সুস্পষ্ট মানবিক গুণাবলীর দরকার হয়, সেরকম কাজও অনেক তৈরি হবে।
কিন্তু সমালোচকরা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, যেসব কাজ চলে যাবে, তার জায়গায যে নতুন চাকুরি তৈরি হবে এর কোন নিশ্চয়তা নেই।
প্রসঙ্গত, ‘ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম’ হচ্ছে সুইজারল্যান্ডভিত্তিক একটি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র।