একঝাঁক হলিউড তারকাদের নিয়ে আবারো শুরু হতে যাচ্ছে দ্যা টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল (টিআইএফএফ)। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ফেস্টিভালটি চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এখানে কৌতুহল থেকে যায় কারা থাকছে এবারের আসরে?
জুলিয়া রবার্টস, রবার্ট রেডফোর্ড, নিকোলি কিডম্যান, নাটালি পোর্টম্যান, সালমা হায়েক, জুড ল’, কলিন ফ্যারেল, ভিওলা ডেভিস, জুলিয়ান মুরে এবং হিলারি সোয়াঙ্কসহ অন্যান্য আরো হলিউড রাঘোব বোয়ালদের টিআইএফএফ এ দেখা যাবে বলে আশা করা যাচ্ছে।
এসব নামের সঙ্গে আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন অ্যালেক ব্যাল্ডউইন, হাঘ জ্যাকম্যান, জোকুইন ফনিক্স, কেইরা নাইটলে, জেমিই লি কার্টিস, প্যাটরিকা ক্লার্কসন, ক্রিস্টিয়ান স্লাটার, সিয়েন্না মিলার, জেসি আইসেনবার্গ, মাইকেল স্যানোন, ক্রিস্টেন স্টুয়ার্ট এবং বিলি বব থর্নটন।
এছাড়া বিভিন্ন তারকা কাপল ও ভাই-বোনকে একসাথে দেখা যাবার সম্ভাবন রয়েছে এবারের আসরে। অসকার আইজাক, এলে ফ্লানিং, এলিযাবেথ ওলসেন, আর্মিই হ্যামার ও টাইমোথি চ্যালামেটকে রেড কার্পেটে দেখা যাবে।
কমেডি অভিনেতা স্টিভ ক্যারেল, মেলিসা ম্যাককার্থি ও জোহান হিল স্টেজ মাতাবেন। অন্যদিকে টিভি তারকারা নিজেদের বড় পর্দা নির্মানের প্রমোসন করবেন আসরে।