জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ। কোথাও কোনও হিংসাত্মক ঘটনার খবর নেই। শনিবার জম্মু ও কাশ্মীরের পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ প্রধান দিলবাগ সিংহ সংবাদ সংস্থা পিটিআইকে জানান, কোনও অবাঞ্ছিত ঘটনার খবর নেই, শুধু সামান্য পাথর ছোড়ার ঘটনা ছাড়া। সেই ঘটনাকেও অঙ্কুরেই বিনাশ করা হয়েছে।
এর আগে ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী দিল্লিতে সংবাদমাধ্যমকে জানান, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ভাল নয়। দেশের নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে।
রাহুল গান্ধীর এমন দাবির কিছুক্ষণের মধ্যেই জম্মু ও কাশ্মীরের পুলিশের পক্ষে টুইট করে জানিয়ে দেওয়া হয পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ রয়েছে।
এছাড়া কেন্দ্রীয় সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, মুখ্য সচিব বিভিআর সুব্রমনিয়াম ও বর্ষীয়ান পুলিশ কর্মকর্তারা মানুষের কাছে আবেদন করেছেন কাশ্মীরে গুলি চলা সংক্রান্ত কোনও গুজবে কান না দিতে। তাতে আরও বলা বলা হয়েছে শ্রীনগর ও অন্য শহরে শনিবার ঈদের কেনাকাটার জন্য রাস্তঘাটে ভালই ভিড় হয়েছিল।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শনিবার জানিয়েছেন, গত কয়েকদিনে শ্রীনগর ও বারামুলায় কয়েকটি প্রতিবাদের ঘটনা ঘটলেও কোথাওই ২০ জনের বেশি মানুষ একত্রিত হননি। কাশ্মীর উপত্যকায় ১০ হাজার মানুষ পথে নেমেছেন প্রতিবাদ প্রদর্শনে— এমন দাবিকে তিনি ‘মনগড়া ও অসত্য’ বলে দাবি করেছেন।
সূ ত্রঃ এন ডি টি ভি