যোগাযোগ ডেস্ক:
চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য ২৪ হাজার ১২৪ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এটি গত ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় ১০ দশমিক ৬৬ শতাংশ বেশি। এর আগে গত অর্থবছরে ২১ হাজার ৮০০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।
এস এম মনিরুজ্জামান বলেন, কৃষি ও পল্লী ঋণের চাহিদার কথা বিবেচনা করে সরকার চলতি অর্থবছরে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ১০ হাজার ৩৭৫ কোটি টাকা, বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের জন্য ১৩ হাজার৭৪৯ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।
তিনি বলেন, সরকার কৃষি ও কৃষিবান্ধব নীতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়নের লক্ষ্যের তিনটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনটি অগ্রাধিকার বিষয় হলো দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি ও সুস্বাস্থ্য অর্জন।