সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন ফারিব (১৯) ছাত্র শিবিরের গুলিবর্ষণে গুলিবিদ্ধ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ অভিযান চালিয়ে ছাত্র শিবিরের চারজনকে আটক করেছে।
শনিবার (৩ আগষ্ট) রাত ১০ টার দিকে সদর উপজেলার মাছখোলা শিবতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত সাদিক ও ফারিব সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আজমীর হোসেন ফারিব সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের ছেলে।
গুলিবিদ্ধ ফারিবের পিতা শাহাদাৎ হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার শিবতলার একটি মেসে শিবিরের গোপন বৈঠক হচ্ছে এমন গোপন খবর পেয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকের নেতৃত্বে ফারিবসহ কয়েকজন নেতা-কর্মী সেখানে পৌঁছালেই শিবির কর্মীরা গুলি ছুঁড়লে ফারিবের বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসময় সাদিক সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানকে ফোনে ঘটনাস্থলে শিবিরের হামলা ও ফারিবের গুলিবিদ্ধ হওয়ার কথা জানানো মাত্রই তিনি ব্যবস্থা নেন।
আহত সাদিক ও ফারিবকে সাতক্ষীরা সদর হাসপাতালে সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান, সদর থানার তদন্ত ওসি মহিদুল অালম দেখতে যান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় শিবিরের চারজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
আকাশ ইসলাম