জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংস্কারকৃত নতুন ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) দুপুর ১২:৩০ মিনিটে সংস্কারকৃত ক্যান্টিনের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এসময় প্রদান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কিছুদিন পরে আমাদের বিশাল ক্যাম্পাস হবে। তখন হয়ত আমরা থাকবো না। তবে যদি বেঁচে থাকি তাহলে দেখতে যেতে পারবো আর এই বেঁচে থাকার জন্য দরকার খাবার। তাই আমরা ক্যান্টিনের সংস্কার করেছি। ক্যান্টিনে যা কিছু রয়েছে সবই আপনাদের, এর সংরক্ষণের দায়িত্বও আপনাদের।
ক্যান্টিনে ফাউ খাওয়া নিয়ে তিনি বলেন, একটা অভিযোগ সবসময় শুনা যায় কিছু সংখ্যক শিক্ষার্থী ফাউ (টাকা না দিয়ে) খায়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিভাবে এমন কাজ করতে পারে আমার মাথায় আসে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা অতি দরিদ্র এমন ৮০-১০০ জন শিক্ষার্থীকে ফ্রী খাওয়ানোর ব্যবস্থা করবো।
এসময় আরোও বক্তব্য দেন, বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল। এছাড়াও এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ইনষ্টিটিউটের পরিচালক, শিক্ষক, সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৩ জুলাই থেকে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়ার তত্ত্বাবধানে ক্যান্টিনের সংস্কার কাজ শুরু করে জবি প্রশাসন। সংস্কারকৃত ক্যান্টিনে স্থাপন করা হয়েছে আধুনিক গোলটেবিল, নতুন পানির ফিল্টার, টেলিভিশন, সিসি টিভি, নতুন বেসিন এবং নতুন পেইন্টিং।
নাজিয়া আফরোজ, জবি প্রতিনিধি।