টরেন্টোর ওয়েস্টন ফ্লি মার্কেটে আততায়ীর গুলিতে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে এই ঘটনাটি ঘটে।
মাইকেল নামের এক প্রত্যক্ষদর্শী মিডিয়াকে জানান, আটককৃত অস্ত্রধারী মার্কেটে লুট করতে গেলে নিহত ব্যক্তি তাকে বাধা দিতে আসে। সেসময় অস্ত্রধারী তার দিকে গুলি ছুড়লে সবাই এদিক ওদিক পালাতে থাকে। নিহত ব্যক্তিটি মার্কেটটির মালিক হতে পারে বলেও ধারণা করেন মাইকেল।
পুলিশ অস্ত্রটির সন্ধান পেয়েছে এবং একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। এই ঘটনাসহ এবছর শহরটিতে ৭৪টি হত্যার এবং ৩৮ টি গুলি করে হত্যার ঘটনা ঘটলো।