আগামী ১লা সেপ্টেম্বর রোববার টরেন্টোর বাংলাদেশী অধ্যুষিত ভিক্টোরিয়া পার্ক/ ডেনফোর্থ এলাকার ডেনটোনিয়া পার্কে বিশাল আয়োজনে অনুষ্ঠিত হবে ৩য় সম্মিলিত বাংলা মেলা। জহরা আলিম নুপুর এবং এস আই টুটুল আসছেন টরন্টোতে ৩য় সম্মিলিত বাংলা মেলায়।
বাংলা লোক সংগীতের অমর শিল্পী প্রয়াত আব্দুল আলিমের সুযোগ্য কন্যা জহরা আলিম নুপুর আসছেন টরন্টোতে ৩য় সম্মিলিত বাংলা মেলায় সংগীত পরিবেশন করতে। উল্লেখ্য, গত বছর ২য় সম্মিলিত বাংলা মেলায় আব্দুল আলিমের আরেক কন্যা নুরজাহান আলিম ষ্টেজ মাতিয়ে গেছেন।
১ম ও ২য় বাংলামেলার সাফল্যের ধারাবাহিকতায় আসছে লেবার ডে উইকএন্ড ৩য় বাংলামেলাকে সফল করে তুলতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। মেলার স্টল বরাদ্দ ইতিমধ্যে শুরু হয়েছে। খাবার, শাড়ী, চুড়ি, গহনা সহ রকমারি পণ্যের ষ্টলের বরাদ্দ নিচ্ছেন আগ্রহীরা। একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে কালচারাল সাব কমিটি। অনুষ্ঠান সফল করতে প্রধান আকর্ষণ হিসেবে আসছেন জনপ্রিয় সংগীত শিল্পী এস আই টুটুল। সেই সাথে থাকবেন উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বসবাসরত স্বনামধন্য বাংলাদেশী শিল্পীরা। মেলা বাচ্চাদের কাছে আকর্ষণীয় ও উপভোগ্য করে তুলতে বাউন্সিং ক্যাসেল সহ নানারকম আনন্দ বিনোদনের ব্যবস্থা রাখা হচ্ছে। সব মিলিয়ে আয়োজকরা একটি আকর্ষণীয় মেলা উপহারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেই সাথে আশা প্রকাশ করছেন লেবার ডে’র উইক এন্ডে কমিউনিটির কেন্দ্রস্থলে ডেনটোনিয়া পার্কের এই মেলার বিপুল দর্শক সমাগম ঘটবে।