টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে সুপার ডিলেক্স এসবি পরিবহনের কুষ্টিয়াগামী একটি বাসে ডিবি পরিচয় দিয়ে ছিনতাই চেষ্টাকালে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় আরো পাঁচজন পালিয়ে যায়। শনিবার বেলা ১২টার এ ঘটনাটি ঘটে।
আটক ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশুলিয়ার ডেন্ডাবর পল্লিবিদ্যুৎ এলাকার খন্দকার নুরুল ইসলামের ছেলে আবু তালেব। তিনি ২০১৩ সালে রংপুর ক্যান্টনমেন্ট থেকে অবসরে আসেন।
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, বাসটি আশুলিয়ায় পৌঁছালে দুইটি মাইক্রোবাস দিয়ে বাসটিকে থামিয়ে ডিবি পরিচয়ে পাঁচজন লোক ওই গাড়িতে ওঠে। এ সময় কুষ্টিয়ার ১০-১২ জন গরু ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী বলে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন তারা। পরে গাড়ির যাত্রী এবং চালক-সুপারভাইজার একযোগে তাদের পরিচয় জানতে চাইলে চারজন গাড়ি থেকে নেমে লাফিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় ট্রাফিক পুলিশ আবু তালেব নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ পর মামলা রজু হবে।
সুত্রঃ ইত্তেফাক