তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি,
কিশোরগঞ্জের তাড়াইলে সাধারণ জনগনের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করেছেন থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান।
জানা যায়,রবিবার(২৮জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন সড়কে পায়ে হেঁটে নিজ হাতে বিলি করেছেন সন্ত্রাস,মাদক,ছিনতাই ও বাল্যবিবাহ বিরোধী বিভিন্ন সচেতনামূলক লিফলেট।তাছাড়া জেলার ১৩টি উপজেলা এবং জেলা পুলিশ সুপারসহ আইনশৃংখলা বাহিনীর মোবাইল নম্বর সম্বলিত পোস্টার উপজেলার গুরুত্বপূর্ণস্থানে নিজ হাতে লাগিয়েছেন মুজিবুর রহমান।
তাড়াইল উপজেলা থেকে মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহসহ সকল প্রকার দূর্নিতি দূরীকরনের জন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান।তিনি আরও বলেন,পুলিশ জনগনের বন্ধৃ।মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তিনি জনসাধারণকে যে কোনও প্রয়োজনে তাড়াইল থানা পুলিশের সহযোগীতা নেয়ার জন্য আহবান জানান।
তড়াইল থানায় ওসি মুজিবুর রহমান জয়েন করার পর থেকেই সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছেন।
মুকুট দাস মধু
তাড়াইল,কিশোরগঞ্জ