যোগাযোগ ডেস্কঃ
ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে একটি রেস্টুরেন্টে সশস্ত্র হামলায় তুরস্কের তিন কূটনৈতিক নিহত হয়েছেন। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি(পিকেকে) এ হামলা চালিয়েছে বলে দাবি করছে ইরাকি নিরাপত্তা সূত্র। ইরাকে তুরস্কের উপ কনসাল জেনারেল এবং অন্য দুই কূটনীতিক ইরবিল হামলায় নিহত হয়েছেন, গনমাধ্যমকে তারা জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, একটি আগ্নেয়াস্ত্র দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ইরবিলের তুর্কি কনস্যুলেটের একদল কর্মকর্তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে সেখানকার উপ কনসাল জেনারেল এবং তার সঙ্গে থাকা দুই কূটনীতিক নিহত হয়েছেন। ইরবিলে হামলার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাগদাদের তুর্কি দূতাবাস। এতে কয়েক জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। তবে নিহতদের পদ কী, তা তারা প্রকাশ করেনি।
এদিকে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, ইরবিলের একটি রেস্টুরেন্টে কনস্যুলেট কর্মকর্তাদের নিশানা করে সন্ত্রাসী হামলায় তুরস্কের ভাইস-কনসালসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক কূটনীতিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। হামলাস্থল নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। জরুরি বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় পিকেকের নাম রয়েছে। ১৯৮০ এর দশক থেকে তারা তুরস্কে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে।
সূত্রঃ বাংলা ট্রিবিউন