প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউজিল্যান্ডে দুটি মসজিদে গুলি চালিয়ে অনেক লোক হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেনের কাছে পাঠানো এক শোক-বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী গুলি চালিয়ে অনেক লোকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শুক্রবার ক্রাইস্টচার্চে ওই হামলার ঘটনার পর শেখ হাসিনার তরফ থেকে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্নকে ওই বার্তা পাঠানো হয়।
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন।
‘নজিরবিহীন’ এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন।