যোগাযোগ ডেস্কঃ
বরগুনায় প্রকাশ্যে সড়কে স্ত্রীর সামনে রিফাত শরীফকে হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১ জুলাই) বেলা ১১টায় পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কায়ারে সামাজিক সংগঠন প্রত্যয় ও আস্থা’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, প্রত্যয়ের আহ্বায়ক মেহেদী সিকদার, নারী নেত্রী মুনিরা ইয়াসমিন খুশি, সাংবাদিক ইমাম হোসেন নাহিদ, শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নৃশংস এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান। হত্যাকান্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে সর্বাচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
প্রসঙ্গত গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়েশাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান রিফাত। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ কয়েক যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা।
রিফাত শরীফের স্ত্রী আয়েশা দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই হামলাকারীদের থামানো যায়নি। তারা রিফাত শরীফকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন রিফাত শরীফকে গুরতর আহতাবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাত শরীফের মৃত্যু হয়।
এ সময় বক্তব্য দেন-পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের পাথরঘাটা উপজেলা সভাপতি মো. জসিম উদ্দিন খান, সম্পাদক বিল্পব কুমার রায়, যুগ্ম সম্পাদক মো. ফরিদ হোসেন, প্রচার সম্পাদক মো. আবু মুসা, দপ্তর সম্পাদক বিনয় শিকদার, মো. বাদল হাওলাদার প্রমুখ।