যোগাযোগ ডেস্কঃ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পিরোজপুরের মঠবাড়িয়ায় নুসরাত জাহান স্বর্ণা নামে এক কলেজছাত্রীকে ব্লেড দিয়ে জখম করেছে শহিদুল ইসলাম দুলাল (২৮) নামে এক বখাটে।
সোমবার ( ১ জুলাই ) বিকেলে উপজেলার পৌর শহরের পশ্চিম কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কলেজ ছাত্রী নুসরাত জাহান স্বর্ণা (১৭) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শহিদুল ইসলাম দুলাল মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে।
কলেজছাত্রীর নানা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার জানান, মঠবাড়িয়া থানায় দুলালের নামে আগেই সাধারণ ডায়রি করেছিলেন।
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, খবর পেয়ে তিনি নিজে মঠবাড়িয়া হাসপাতালে গিয়েছিলেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।