দেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাচ্ছেন ।
যতদূর জানা গেছে, কাল (বুধবার) বা পরশুর (বৃহস্পতিবার) ভেতরেই রাজধানী ছেড়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি ক্যাপ্টেন। সিপিএলে সাকিবের দলের নাম বার্বাডোস ট্রাইডেন্টস।
বিদেশি কোনো লিগে খেলতে গেলে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট) নিতে হয় খেলোয়াড়দের। জানা গেছে, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র পেয়েছেন সাকিব।
জাতীয় দল এবং ক্রিকেটারদের দেখভাল, পরিচর্যা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান মঙ্গলবার বিকেলে জাগো এ কথা জানান।
আকরাম খান বলেন, ‘বিসিবি আনুষ্ঠানিকভাবে সাকিবকে অনুমতি দিয়েছে সিপিএল খেলার এবং কাল বা পরশুর ভেতরে ওয়েস্ট ইন্ডিজ যাবে সাকিব।’
সাকিবের ঘনিষ্ঠ এক সূত্রও নিশ্চিত করেছে, আজ মঙ্গলবার রাতের ফাইনাল শেষে কাল বুধবারই ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পথে রওনা দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার।