যোগাযোগ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠলো একটি শপিং কমপ্লেক্সে। ভয়বাহ বিস্ফোরণে ২০ জনেরও বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শনিবার সকালে ফাউন্টেন প্লাজা নামে ওই শপিংমলে একটা বড় অংশ পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভেতরে থাকা জিম। উড়ে গিয়েছে এলএ ফিটনেস সেন্টারের জানলা। এছাড়া মলের পাশে অনেক ছোটো দোকানেও আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা।
স্থানীয়রা জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের জানলার কাঁচ পর্যন্ত ভেঙে যায়। বিস্ফোরণস্থল থেকে ৯০ মিটার দুরে ছিটকে যায় কাঁচের টুকরোগুলি। ঘটনার সময় অনেকেই মলের ভিতর ছিলেন। পরে তাদের বের করে আনেন দমকলকর্মীরো।
ভেতরে অবস্থান করা অ্যালেক্স কার্ভার নামে এক কর্মী বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম কোনও বজ্রপাত হয়েছে। মনে হচ্ছিলো পুরো ভবন কেঁপে উঠেছে। পুলিশ সার্জেন্ট জেসিকা রায়ান বলেন, এখন পর্যন্ত ২১ জন আহতের খবর পাওয়া গেছে।
সূত্রঃ বাংলা ট্রিবিউন