মোহাম্মদ শফি, কক্সবাজার প্রতিনিধি
মঙ্গলবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে কক্সবাজার পেকুয়া উপজেলার মগনামা শরত ঘোনা বেড়িবাঁধে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ কামাল হোসেন ওরফে বাদশা নামে এক ডাকাত নিহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় চারটি ওয়ান শ্যুটারগান, ১২ রাউন্ড গুলি ও সাত রাউন্ড ব্যবহৃত কার্তুজসহ চারটি ধারালো কিরিচ।
নিহত বাদশা পার্শ্ববর্তী বাশঁখালী ছনুয়া টেকপাড়া এলাকার আবুল কাশেমের পুত্র। গভীর সাগরে ডাকাতির উদ্দেশ্যে পেকুয়ার মগনামা এলাকায় জলদস্যু হিসাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা।
কক্সবাজার র্যাব-১৫ সূত্র জানায়, গোপন সূত্রের ভিত্তিতে র্যাবের ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে নিহত হয় বাদশা এবং ঘটনাস্থল থেকে ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।