গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মো. হুমায়ুন কবির। শনিবার (২১ সেপ্টেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তার পদত্যাগপত্র জমা দেন। মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক ও ন্যায্য দাবির প্রতি সমর্থন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসির অনৈতিক কার্যকলাপের প্রতি প্রতিবাদ জানিয়ে সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করছি।’
এই প্রসঙ্গে জানতে চাইলে মো. হুমায়ুন কবির বলেন, ‘ভিসির অনৈতিক কাজের প্রতিবাদে আমি পদত্যাগ করেছি। ভিসির ইন্ধনে বহিরাগত সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা করেছে, তার প্রতিবাদ জানাচ্ছি।’