যোগাযোগ ডেস্কঃ
পৌর শহরের বিরামপুর এলাকার স্বামী ও সন্তানহারা অসহায় ৭০ বছরের এক বৃদ্ধাকে প্রতারনা থেকে রক্ষা করে বসত ভিটা ফিরিয়ে দিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশারফ হোসেন প্রধান মনিক।
মৃত. অজিত কুমার দাসের স্ত্রী সাধনা রানী দাসের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বসত বাড়ির ১৩ শতাংশ জমি ছেলের বউ ও বউয়ের আত্মীয়-স্বজন খারিজ করিয়ে দেওয়ার কথা বলে জমির পাওয়ার নিয়ে রেজিষ্ট্রি বায়না করে। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
এ ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন মাধবদী পৌরমেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের কাছে সুষ্ঠ বিচার দাবী করেন।
গত ১৮ জুলাই কালিগঞ্জ থেকে অভিযুক্ত ব্যাক্তি শিবু চন্দ্র শাখারী(৪০), রত্না রানী শাখারী(৩৫), চন্দন চন্দ্র দাস(৩৫), পুতুল রানী শাখারী(৩৫), রত্না রানী দাসকে খুজে বের করে মেয়রের কাছে নিয়ে সোপর্দ করা হয়। পরে বৃদ্ধা সাধনা রানীর জমি উদ্ধার করে পুনরায় তার নামে হস্তান্তর করে দেওয়া হয়।