রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের দাবিতে বাংলাদেশ কানাডা সাডবারী এ্যাসোসিয়েশনের আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত। গত ১৫ সেপ্টেম্বর সাডবারী এক বাগান বাড়ীতে বাংলাদেশ কানাডা সাডবারী এ্যাসোসিয়েশন রোহিঙ্গাদের সমন্ধে এক আলোক চিত্র প্রদর্শনীর ও আলোচনাসভার আয়োজন করে। এই অনুষ্ঠানে আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু কুটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের মায়ানমাওে দ্রুত প্রত্যাবর্তনের দাবি জানান। এই অনুষ্ঠানে পিটার ড্যান্ডার কুই, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরেন এবং সকলকে রোহিঙ্গাদের সমন্ধে সচেতন থাকার অনুরোধ জানান। উক্ত অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের প্রফেসর ও চেয়ার অনার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ভিত্তিতে এক সংক্ষিপ্ত বিবরন দেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মায়ানমারের উপর চাপ প্রয়োগ করে দ্রুত রোহিঙ্গাদের সম্মান ও নাগরিকত্ব সহ প্রত্যাবর্তনের আহবান জানান।
যোগাযোগ পত্রিকা ২০০৮ সাল থেকে বাংলাদেশী জনগণ কে জাতীয় ও আন্তর্জাতিক খবর পরিবেশন করে আসছে। এখন থেকে আমাদের সম্পাদকীয় নীতিমালায়, আমরা ইংরেজি ও কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে জনগণ কে সজাগ করার মত লিখার ওপর বেশি প্রাধান্য দিব ।
শিক্ষা ও সংস্কৃতিমূলক পত্রিকা