ভারতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। ভারতীয় নারী ‘এ’ দলের আগামী ২ অক্টোবর ঢাকায় আসার কথা রয়েছে। সফরে ভারতীয় নারীরা স্বাগতিকদের বিপক্ষে তিন ওয়ানডে আর সমান টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ।
ভারতের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে জাতীয় দলের হেড কোচ অঞ্জু জেইনের তত্ত্বাবধানে ২২ জন ক্রিকেটারকে নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে ক্যাম্প।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং থেকে জানা যায়, চট্টগ্রামে আগামী ২, ৪ ও ৬ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত নারী ‘এ’ দল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-২০। ১১, ১৩ ও ১৪ অক্টোবর মাঠে গড়াবে ম্যাচগুলো।
ভারতের ‘এ’ দলের বিপক্ষে সিরিজে ভালো কিছুর আশা করছেন শফিউল আলম চৌধুরী নাদেল। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আমরা আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। আমাদের দলটাও ছন্দে আছে। হোম কন্ডিশনে খেলবে। আমরা ভারতের জাতীয় দলকেই এশিয়া কাপে হারিয়েছি। দলটাও বিভিন্ন টুর্নামেন্ট খেলছে, ক্যাম্পের মধ্যে আছে। আশা করি, ভালো কিছুই হবে।’
সুত্রঃ যুগান্তর