শনিবার, অক্টোবর ২৪, ২০২০
Home মুক্তমঞ্চ বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কাম্য নয়

বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কাম্য নয়

- Advertisement -

নারী নির্যাতন, যৌন নিপীড়ন, গণধর্ষণ, হত্যাসহ নানা ধরনের সামাজিক অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। তথ্য-প্রযুক্তির অপব্যবহার এবং মানবিক ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণে বাঙালি জাতির হাজার বছরের সভ্যতা-সংস্কৃতি ও সমাজব্যবস্থা ধ্বংসের পথে। একের পর এক ভয়ংকর নারী নির্যাতন ও হত্যার ঘটনায় দেশের মানুষ ভীত, সন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মক্ষেত্র— এমনকি নিজ এলাকায়ও নারীরা নিরাপদ নয়। প্রতিদিনই সংবাদমাধ্যমে একাধিক নারী নির্যাতনসংক্রান্ত অপরাধের খবর প্রকাশিত হচ্ছে। তবে বেশির ভাগ ঘটনাই প্রকাশ পাচ্ছে না। কারণ পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার ভয়ে অনেক নির্যাতিত ও ধর্ষিত নারী তা প্রকাশ না করে নীরবে সহ্য করতেও বাধ্য হচ্ছে। অনেক ক্ষেত্রেই অপরাধীরা ধরা পড়ছে, অপরাধ স্বীকারও করছে, কিন্তু বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে বিচার কার্যক্রম সমাজে তেমন কোনো প্রভাব ফেলছে না—যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। যদিও এগুলো সামাজিক অপরাধ, কিন্তু দেশের অপরাজনীতি এসব অপরাধ সংঘটনে নানাভাবে প্রভাব ফেলছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা প্রভাবশালী হওয়ায় শুধু নির্যাতিত নারীই নয়, অভিভাবকরাও তাদের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পাচ্ছে না। সাম্প্রতিক ধর্ষণ ও হত্যার ঘটনা আমাদের মূল্যবোধহীন সমাজব্যবস্থা, অনিরাপদ ও বিশৃঙ্খল শিক্ষাব্যবস্থা, আইন-শৃঙ্খলার দুর্বলতা, অপরাজনীতির প্রভাব ইত্যাদির বড় প্রমাণ। এ অবস্থা চলতে থাকলে নারীরা এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া, নারীদের কর্মক্ষেত্রে যাওয়া বা বাইরে কাজ করা ইত্যাদি বন্ধ হয়ে যেতে পারে। যা দেশ ও জাতির জন্য লজ্জাজনক ও বিপজ্জনক। বর্তমানে নারী নির্যাতন, যৌন নিপীড়ন, হত্যাসহ নানা ধরনের ভয়ংকর অপরাধ এক জাতীয় সমস্যা হিসেবেই দেখা দিয়েছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি এলাকায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারী নির্যাতন ও সামাজিক অপরাধবিরোধী কমিটি গঠন করতে হবে এবং বিশেষ ক্ষেত্রে নিজের পরিচয় গোপন রেখে অভিযোগ জানানোর ব্যবস্থা করতে হবে। দ্রুত বিচারকাজ সম্পন্ন করে অপরাধীদের কঠোর শাস্তি কার্যকর করা হলে জনমনে স্বস্তি ফিরে আসবে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে।

বিপ্লব বিশ্বাস, ফরিদপুর।

সর্বশেষ

আদালতে তোলা হচ্ছে রায়হান হত্যায় গ্রেপ্তার হারুনুর রশীদকে

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ হত্যার অভিযোগে ওই ফাঁড়ির সদ্য বহিষ্কৃত কনস্টেবল হারুনুর রশীদকে গ্রেপ্তার দেখিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো...

টমেটোর খোসা ছাড়ানোর উপায় সমূহ

টমেটো খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। টমেটা দিয়ে সালাদ বেশি খাওয়া হয়ে থাকে। এছাড়া রান্না করা তরকারিতে টমেটা দিলে তা খাবারের...

ব্যারিস্টার রফিকের হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

সাবেক অ্যাটর্নি ও  বিশিষ্ট আইনজীবী জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। স্বাস্থ্য...

ভারতে করোনা সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ ও দিল্লি

বিশ্ব ২য় করোনা শনাক্তের দেশ ভারত। যেখানে ঊর্ধ্বমুখী সুস্থতায় আরও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। তবে পশ্চিবঙ্গ ও রাজধানী দিল্লির সংক্রমণ হার নতুন করে উদ্বেগ...