যোগাযোগ ডেস্কঃ
এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতার স্বাদ পায়নি আফগানিস্তান। ২০১৯ বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে না জিততে পারায় পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে রশিদ-নবীদের দল।
অন্যদিকে সমান ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে (এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়) তাদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে পাকিস্তান। অর্থাৎ দুই দলই আছে খাদের কিনারে।
সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে ক্রিকেতীয় সামর্থ্যের বিচারে পাকিস্তানের চেয়ে আফগানিস্তানকে এগিয়ে রাখছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী আসাদুল্লাহ খান। শুধু তাই না, পাকিস্তানের ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান বলেও জানিয়েছেন তিনি।
এক সিনিয়র ক্রীড়া সাংবাদিকের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে পাকিস্তানের বেশ কিছু সংবাদ মাধ্যম। প্রকাশিত রিপোর্টে অনুযায়ী, সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদুল্লাহ বলেন, ‘আমরা এখন ক্রিকেটে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। পাকিস্তানের উচিত তাদের ক্রিকেটের ভালোর জন্য আমাদের কাছে টেকনিক্যাল, কোচিং ও অন্যান্য সহায়তা চাওয়া।‘
এদিকে আসাদুল্লাহ’র মন্তব্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। নেটিজেনরা বলছেন, আইসিসি’র নতুন সদস্য যারা কিনা এখনও গুছিয়ে নেওয়ার পথে আছে এবং যাদের সামনে আরও অনেক পথ বাকি তারা পাকিস্তানের মতো অভিজ্ঞ ক্রিকেট দলকে নিয়ে এমন মন্তব্য অশোভন।
অনেকে বলছেন, আফগানিস্তানকে ক্রিকেটে নিয়ে আসা এবং তাদের দেশে ক্রিকেট জনপ্রিয় করার পেছনে পাকিস্তানের যে ভূমিকা তা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়।
২০১৯ বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। কিন্তু বিশ্বকাপের মূল আসরে দুই দলের অবস্থাই খারাপ। পাকিস্তান তবু এক ম্যাচ জিতেছে, আফগানরা এখনও প্রথম জয়ের সন্ধানে আছে।
শনিবার (২২ জুন) বিকেল ৩-৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। আর একদিন পরেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২১, ২০১৯