কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে মানসিক রোগীকে ছেলেধরা সন্দেহে বাবু মিয়া নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল সোমবার রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি বাজারে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকে ওই ব্যক্তি বাজারে ঘোরাঘুরি করার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে পিটুনি দিয়ে তাকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আজ মঙ্গলবার দুপুরে উলিপুর থানায় এসে বাবু মিয়ার মা জয়গুন বেওয়া জানান, বাবু অপ্রকৃতিস্থ, ৩ মাস আগে সে বাড়ি থেকে উধাও হয়ে যায়। সে রংপুর জেলার কোতয়ালী থানার গুড়াতিপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে।
থানার এসআই মশিউর রহমান, আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বাবুকে তার মা ও দুলাভাই পারভেজের জিম্মায় দেয়া হয়েছে।
এদিকে দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে ছেলে ধরার গুজব সম্পর্কে মতবিনিময় করেন। এসময় তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: