যোগাযোগ ডেস্কঃ
সংখ্যাটি অপূর্ব-মেহজাবীন নিজেরাও ঠিকভাবে মনে রাখতে পারেননি। তবে ধারণা করেন প্রায় অর্ধশত নাটকে এরই মধ্যে অভিনয় করা হয়ে গেছে তাদের। এর মধ্যে এই জুটি অভিনীত ‘বড় ছেলে’ নাটকটি রেকর্ড প্রায় ২১ মিলিয়নের বেশি সংখ্যক বার ইউটিউবে দেখা হয়েছে।
এই জুটির স্ক্রিন কেমিস্ট্রি যেমন দারুণ তেমনি তাদের ব্যক্তিগত সম্পর্কটাও ভালো। সময়ের এই সফল ও জনপ্রিয় জুটি এবারই প্রথম নিজেদের রসায়নের রহস্য জানাতে হাজির হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ঈদের নিয়মিত আয়োজন ‘কেমিস্ট্রি’ তে।
সেখানে তারা একে অন্যকে নিয়ে অনেক অজানা কথা জানান। অপূর্ব জানান, কোনো নাটক কিংবা অনুষ্ঠানের সেটে নয়, মেহজাবীনের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিলো কাকতালীয়ভাবে একটি শপিং মলে।
আর মেহজাবীন বলেন, ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করার আগে ব্যক্তি জীবনে নিজের বাবা, বন্ধু কিংবা অন্য কোনো পুরুষকে কাঁদতে দেখেননি তিনি। অপূর্ব’র কান্না দেখে স্বত:স্ফূর্তভাবেই মেহজাবীনের কান্না চলে এসেছিল।
মেহ্জাবীন আরও জানান, ‘কখনো অপূর্ব ভাইয়ের সাথে আমার জুটি ভেঙে গেলে কিংবা কাজ করা বন্ধ হয়ে গেলে একজন পরামর্শককে মিস করবো আমি। যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শের জন্য অপূর্ব ভাই অসাধারণ একজন মানুষ।’