আশরাফুল আলম,
পি.এইচ.ডি করার জন্য যে পরিমানে অর্থ সক্ষমতা দরকার তা আমাদের দেশের অধিকাংশ অধিকাংশ ছাত্রছাত্রীদের নেই। সমগ্র ইউরোপের তুলনায় যুক্তরাজ্যের টিউশন ফি সবথেকে বেশি। ফলস্বরূপ, যুক্তরাজ্যে স্কলারশিপে পড়ার জন্য আগ্রহ বেশি মানুষের।
চলুন জেনে আসি যুক্তরাজ্যে স্কলারশিপ পাওয়ার কৌশল।
ইউনিভার্সিটি স্কলারশিপ
১। যদি আপনি যুক্তরাজ্যের কোন নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় পছন্দ করে থাকেন তাহলে আপনার প্রথম মৌলিক কাজ হবে অই বিশ্ববিদ্যালয়-এর ওয়েবসাইট খুজে দেখা যাতে করে বৃত্তির ব্যাপারে সকল ধারনা পেয়ে যান ওই বিশ্ববিদ্যালয়-এর ব্যাপারে। বিশ্ববিদ্যালয়গুলোর ফাইনান্সিং এবং স্কলারশিপ ডিপার্টমেন্ট-এর সেকশন এ সকল প্রকার আভ্যন্তরীণ বৃত্তি ভিত্তিক তহবিল ছাড়াও বিভিন্ন বর্হীঃ বৃত্তি তহবিল এর ব্যাপারে তহবিল এর তথ্য এবং বর্ণনা দেওয়া থাকে। সাধারত প্রায় সকল বিশ্ববিদ্যালয় পিএইচডি জন্য আগত ছাত্রছাত্রীদের সাধারন ভাবে বাৎসরিক স্কলারশিপ দিয়ে থাকে। এ সকল বৃত্তি ছাত্রছাত্রীদের জন্য ক্ষেত্র বিশেষে পরিবর্তনশীল।যা অর্জন করতে একজন ছাত্রছাত্রী কে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কারিকুলাম এর দিক থেকে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যায়।
২। যুক্তরাজ্যে স্কলারশিপ-এর ব্যাপারে খোজার অন্যতম সাইট হচ্ছেঃ jobs.ac.uk/phd। এখানে চাকরির পাশাপাশি সকল প্রকার বৃত্তির খবরাখবর উঠে আসে যা কিনা পুরপুরি বিশ্বাসযোগ্য।
৩। ব্রিটিশ কাউন্সিল থেকে নিউটন ফান্ড-এর সমন্বয়ে একটি নতুন সুযোগ করা হয়েছে যুক্তরাজ্য এবং বিদেশী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ককে শক্তিশালী করার লক্ষ্যে। এবং এই তহবিল থেকে পি.এইচ.ডি এর ক্ষেত্রে বৃত্তির সুযোগ দেওয়া হয় ছাত্রছাত্রীদের। বৃত্তি এবং অন্যান্য তথ্যের জন্য ব্রিটিশ কাউন্সিলের সাইটঃ britishcouncil.org/education/science/current-opportunities
৪। কিছু কিছু ক্ষেত্রে নিজের দেশ থেকেও সরকারের শিক্ষাখাত অনুদান থেকে স্কলারশিপ নিয়ে পি.এইচ.ডি এর জন্য যাওয়া সম্ভব হয়।
৫। অনেক ক্ষেত্রে দেখা যায় পি.এইচ.ডি সুপারভাইজররা ক্যান্ডিডেটদের নিজস্ব ভাবে বৃত্তি সুবিধা দিয়ে থাকেন। যদি রিসার্চের জায়গা নির্দিষ্ট থাকে। এক্ষেত্রে আগ্রহের বিষয়ের রিসার্চ সুপারভাইজরদের সাথে যোগাযোগ রাখতে হবে প্রতিনিয়ত।
৬। রিসার্চ সোসাইটিগুলোতে প্রায়শই স্কলারশিপ এর ব্যাপারে জানান হয়। সেখানে প্রতিনিয়ত আপডেটেড থাকলে বৃত্তি পাওয়া সহজ হয়ে ওঠে।
৭। ScholarshipPortal এর মত কিছু ওয়েবসাইট আছে যেখানে সংযুক্ত থাকলে তারা প্রতিনিয়ত আপনাকে ইমেইল এর মাধ্যমে স্কলারশিপের ব্যাপারে আপ-টু-ডেট রাখবে।