যুক্তরাজ্য ভিত্তিক চেভেনিং স্কলারশীপ বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। চেভেনিং ও লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি আইন বিষয়ে এক বছরের জন্য স্কলারশীপ দিচ্ছে। আইন বিষয়ে পড়ার পাশাপাশি যুক্তরাজ্যে সংস্কৃতি বুঝার জন্য চেভেনিং স্কলারশীপ আলাদা ভাবে বছরব্যাপী প্রোগ্রাম রাখে যা চেভেনিং স্কলারের জীবনমান উন্নত করতে সহায়তা করে।
স্কলারশীপের আদ্যপ্রান্ত:
* আবেদনের শেষ সময়: ৬ নভেম্বর, ২০১৮
* কোর্স লেভেল: ১ বছরের মাস্টার্স
* বিষয়: স্কুল অব ল’
* স্কলারশীপ: টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ, বিমান টিকিট ও অন্যান্য সংশ্লিষ্ট খরচ।
* জাতীয়তা: ডেভেলপিং যে কোন দেশ
* স্কলারশীপ সংখ্যা: সর্বোচ্চ ২
স্কলারশীপ লিংক: https://www.qmul.ac.uk/scholarships/items/chevening-partner-awards-for-law.html