যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের ঈদ আড্ডার আয়োজনে থাকছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। ১৭ জুন জ্যাকসন হাইটে বেলাজিনো পার্টি হলে সন্ধ্যায় এ আয়োজন করেছে ‘শো-টাইম মিউজিক’। অনুষ্ঠানে সাকিবের সাথে আড্ডা ছাড়াও থাকবে ডিনার, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গাইবেন কৃষ্ণা তিথি ও নুসরাত সোনিয়াসহ স্থানীয় শিল্পীরা।
এই উপলক্ষে ১৩ জুন সন্ধ্যায় পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শো টাইম মিউজিক। প্রতিষ্ঠানটির কর্ণধার আলমগীর খান আলম বলেন, “অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।” সংবাদ সম্মেলনে আরো ছিলেন অনুষ্ঠানে সহযোগিতাকারী রায়হান জামান, এনাম, লুৎফর রহমান বিনু, মেহদী হাসান, আব্দুল কাদের চৌধুরী শাহীন, হাসান জিলানী ও মোহাম্মদ শাহনেওয়াজ।