রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরিতে ‘রাইড শেয়ারিং’র মাধ্যমে চলাচলকারী মোটরসাইকেলের সংখ্যা নির্ধারণ ও চালকদের জন্য সুনির্দিষ্ট ইউনিফর্মের দাবি জানিয়েছে দুই জেলার সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।
এ সময় তারা বিআরটিএ’র চেয়ারম্যান ও চট্টগ্রাম ডিডির অপসারণের পাশাপাশি মন্ত্রণালয় কর্তৃক নতুন অটোরিকশা নিবন্ধনের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান।
রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ঐক্য পরিষদের নেতারা। তারা বলেন, ঢাকা মহানগরে ড্রাইভিং লাইসেন্সধারী চালকদের নামে নতুন ৫ হাজার এবং চট্টগ্রাম মহানগরীতে ৪ হাজার অটোরিকশার নিবন্ধনের জন্য মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গৃহীত হয়।
অথচ বর্তমান বিআরটিএ’র চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় ডিডির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।