রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের ওপর বোমা হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল ((৪০)।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের ওপর বোমা হামলায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা এখন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।