যোগাযোগ ডেস্কঃ
জিনেদিন জিদান যখন দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদে পা রাখেন তখনই শঙ্কা ওঠে গ্যারেথ বেলের ভবিষ্যৎ নিয়ে। দায়িত্ব গ্রহণের পর মূল একাদশেও বারবার বেলকে উপেক্ষিত রাখেন ফরাসি কোচ জিদান। তাতে গুঞ্জনের মাত্রা আরো বেড়ে যায়। অবশেষে সেই গুঞ্জনকে সত্য প্রমাণিত করে স্পেন ছেড়ে চীনে পাড়ি জমাচ্ছেন বেল। আগামী মৌসুম থেকে চাইনিজ সুপার লিগের ক্লাব জিয়াংসু সানইংয়ের জার্সিতেই মাঠ মাতাবেন ওয়েলেসের এই তারকা ফুটবলার।
তিন বছরের চুক্তিতে রিয়াল ছেড়ে চীনের ক্লাবে যাচ্ছেন বেল। নতুন ক্লাবে সপ্তাহে ১০ লাখ পাউন্ড বেতনে চাইনিজ সুপার লিগ ক্লাবের হয়ে খেলবেন তিনি। তা ছাড়া চীনের ক্লাবটি থেকে প্রতি মৌসুমে ২২ মিলিয়ন ইউরো আয় করতে পারবেন গ্যারেথ বেল।
ইংলিশ গণমাধ্যমগুলো খবর, কয়েকদিন ধরে চাইনিজ ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন বেলের প্রতিনিধি জোনাথান বার্নেট। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, আগামী কালই গ্যারেথ বেলের দল পরির্বতনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
চীনের ক্লাবটি সাননিং বিজনেস গ্রুপের মালিকানাধীন একটি ক্লাব। এ ছাড়া ইতালিয়ান সিরি’আর অন্যতম সেরা ক্লাব ইন্টার মিলানের ৭০ শতাংশের মালিক তারা।
২০১৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে ৮৫ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেল। সান্তিয়াগো বার্নাব্যুয়ের হয়ে গত ৬ মৌসুমে ২৩১ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১০২টি। রিয়ালের হয়ে জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৩টি শিরোপা।
সুত্রঃ এনটিভি