যুদ্ধাবস্থার কারণে লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ২৯ বাংলাদেশি শ্রমিক। টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১২ ফ্লাইটযোগে মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তা নিয়ে দেশে ফিরেন তারা।
এর আগে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হয়। শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, লিবিয়া থেকে ইস্তাম্বুল হয়ে ভোর সাড়ে ৫টায় টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ২৯ জন বাংলাদেশি দেশে পৌঁছান। এদিকে একই কারণে ৩ জুলাই দেশে ফিরবেন ৩৭ জন ও ৫ জুলাই ফিরবেন ৩৫ জন বাংলাদেশি।
জানা গেছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের শহরগুলোতে থাকা ৬০টি পরিবারসহ পাঁচ হাজার বাংলাদেশিকে সরাতে কাজ করছে সেখানকার দূতাবাস কর্তৃপক্ষ। এর আগে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়া হয়।