যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলে এক শক্তিশালী হারিকেন আঘাত হানতে যাচ্ছে। আবহাওয়া বার্তা অনুসারে ‘ট্রপিকাল স্টোর্ম ফ্লোরেন্স’ এখন পর্যন্ত প্রচন্ড শক্তিশালী আছে যা এই সপ্তাহের মধ্যে মূল ভূখন্ডে আঘাত হানতে পারে।
মিয়ামি আবহাওয়া সেন্টারের জানিয়েছে, ফ্লোরেন্স সোমবার নাগাদ হারিকেনে রুপ নিবে যা রোববার পর্যন্ত তীব্রতর আছে। মঙ্গলবার ও বুধবার ঝড়টি যথাক্রমে বার্মুডা ও বাহমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলে আছড়ে পরতে পারে।
ক্যারোলিনার কর্তৃপক্ষ ইতোমধ্যে স্থানীয় অধিবাসীদের সতর্ক করে দিয়েছে এবং ক্ষয়ক্ষতির জন্য আগাম প্রস্তুতি নিতে বলেছে। অন্যদিকে সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ার গভর্নর রাজ্যজুড়ে জরুরী অবস্থা জারি করেছে।
তবে ঝড়টি ঠিক কখন ও কোথায় আঘাত হানতে পারে তা স্পষ্ট ভাবে বলতে পারেনি কর্তৃপক্ষ।