যোগাযোগ ডেস্ক:
শেষ হলো জেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মোট ২৯৫ স্থানের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টায় শুরু হয়ে এ ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা, চট্টগ্রাম সিটির ১৭ নম্বর ওয়ার্ডে এবং ৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হয়েছে। বাকিগুলোতে ব্যালটের সাহায্যে ভোট নেয়া হয়।
কাঞ্চন পৌরসভায় গিয়ে দেখা যায়, সকাল থেকেই ভোটারদের ভালো উপস্থিতি ছিল। এখানে বড়ধরনের কারচুপির সংবাদও পাওয়া যায়নি।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. জসীম উদ্দিন বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তাতে জনগণ আশ্বস্ত হয়েছে। এই ভোটে যেন জনগণের রায় প্রতিফলিত হয়, এটা আমরা চাই।
ইভিএমের বিষয়ে জসীম উদ্দিন বলেন, ‘ভোটাররা আগেই বলেছিলেন, এই প্রক্রিয়ার সঙ্গে পরিচিত না। এ জন্য পরিচিত করার ব্যবস্থা করা হয়েছিল। এখন তারা বুঝতে পেরেছে, এটা সহজ বিষয়। এখন তারা যদি কাঙ্ক্ষিত ফলও পেয়ে যায় বিকেলে, তাহলে এই শ্রদ্ধা আরও বেড়ে যাবে।’
বৃহস্পতিবার ২৭৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচনও হয়েছে।