যোগাযোগ ডেস্ক:
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৩৪ সাল নাগাদ বাংলাদেশের বাজেটের আকার হবে ১ ট্রিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আয়োজিত ‘গুড প্রজেক্ট ইম্প্রিমেন্টেশন’ শীর্ষক দুইদিনের সম্মেলনের শেষ দিনে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে এখন বড় বড় প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পে অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে। আমরা এখন শুধু বড় প্রকল্পগুলোর উপর বিনিয়োগ করছি। এখনো আমরা এসব জায়গা থেকে সুফল পেতে শুরু করিনি। যখন এগুলোর কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এসব প্রকল্পের সুফল পেতে শুরু করবো। তখন দেশের চেহারাই পাল্টে যাবে।
মন্ত্রী আরো বলেন, পৃথিবীর ১৭টি বড় অর্থনীতির দেশকে পেছনে ফেলে বাংলাদেশ বিশ্বে এখন ৩২তম অর্থনীতির দেশ। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৪ তম বড় অর্থনীতির দেশে পরিণত হবে।
এডিবির প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, এডিবি হল আমাদের অন্যতম দাতা সংস্থা। স্বাধীনতার পর থেকে শুরু করে এখন পর্যন্ত এডিবি আমাদের ২৫ বিলিয়ন ডলার সাহায্য করেছে। বর্তমানে আরও ১০ বিলিয়ন ডলার সহযোগিতা পাইপলাইনে আছে। বাংলাদেশের উন্নয়নে বড় অংশীদার হিসেবে আমরা এডিবির প্রতি কৃতজ্ঞ ও আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই।