কক্সবাজার প্রতিনিধি
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এবং মহেশখালী উপজেলার চেয়ারম্যান শরীফ বাদশা ডেঙ্গু মশা রোধ ও বংশ বিস্তার রোধ করার জন্য মহেশখালীতে একটি জনসচেতন মূলক মিটিং এর মাধ্যমে ২ লক্ষ যম কয়েল বিলি করেছেন।
ডেঙ্গু বর্তমানে যে আশংকাজনক পরিস্থিতি তৈরি করেছে তা প্রতিরোধে চাই সর্বাত্মক সচেতনতা। মশার কয়েল ‘যম’ তাই নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে উদ্যোগ নিয়েছে মানুষকে সচেতন করার এবং ডেঙ্গু প্রতিরোধে তারা বিনামূল্যে বিলি করেছে ২ লক্ষ ‘যম’ মশার কয়েল।
ডেঙ্গু প্রতিরোধে আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, কোথাও যেন অপ্রয়োজনীয় পানি জমে না থাকে খেয়াল রাখুন এবং দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙ্গান অথবা মশার কয়েল জ্বালান।
অতঙ্ক নয় সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। অনুরোধ করলেন জনাব আলহাজ্ব মোঃ শরীফ বাদশা চেয়ারম্যান মহেশখালী উপজেলা পরিষদ।তিনি মহেশখালী উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের জনগণের প্রতি অনুরুদ করেছেন যাতে সর্বদা সকলে বাড়ির আশে পাশের আগাছা কেঁটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সতর্কতাই পারে ডেঙ্গু কে চিরতরে।
মহেশখালী উপজেলায় সর্ব প্রথম ভিন্ন ধরণের ডেঙ্গু সচেতনতার একটি পদক্ষেপ নিয়েছেন। মহেশখালী উপজেলায় প্রত্যেকটি ঘরে ঘরে যেন দিনে মশারী এবং রাতে কয়েল জ্বলে। তারই ধারাবাহিকতায় তিনি ২ লক্ষ ‘যম’ কয়েলের মাধ্যমে শুরু করেন। তিনি আরো বলেন দেশে প্রতিনিয়ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ অসচেতনতার অভাবে মারা যাচ্ছে।যদি আমরা একটু সচেতনতা অবলম্বন করি তাহলে ডেঙ্গুরোগে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে পারবো।তাই তিনি মহেশখালী বাসীকে সচেতনতার প্রতিক হিসেবে এই ‘যম’ নামক মশার কয়েল বিনা মূল্যে প্রদান করে তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করেছেন।
মোজাম্মেল হক, কক্সবাজার প্রতিনিধি