নরসিংদীতে তিনশ ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে নরসিংদী শহরের বানিয়াছল এলাকার বটতলা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বানিয়াছল মহল্লার মো. আল আমিন (৩০), কার্তিক পাল (২০) ও শহরের উত্তরকান্দা পাড়ার বাপ্পি সাহা (৩৫)।
পুলিশ বলছে, বটতলা বাজারের একটি স্টুডিওর পাশে কয়েক ব্যক্তি মাদক বিক্রি করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় তিনজনকে আটক করা হয়। উপস্থিত লোকজনের সামনে তল্লাশি করে তাঁদের পকেট থেকে তিন শ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোস্তাক আহম্মেদ বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। মাদক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।