'আগামী চার-পাঁচ দিনে দেশে কোটির বেশি মানুষ টিকা পাবে'

দেশের অধিকাংশ নাগরিকদের টিকার আওতায় আনার কাজ করছে সরকার। আগামী চার-পাঁচ দিনের মধ্যে সারা দেশে কোটির বেশি মানুষকে টিকা দেয়া হবে। পাশাপাশি চালু রাখা হবে চলমান টিকা কর্মসূচিও, এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উদ্যোগে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশে করোনাভাইরাস প্রতিরোধী পর্যাপ্ত টিকা রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বড় পরিসরে টিকা দেয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি। কয়েক দিনের মধ্যে আমরা ১ কোটির অধিক মানুষকে টিকা দেব। এ ছাড়া চলমান টিকাদান কর্মসূচিও অব্যহত থাকবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ফাইজারের ৬০ লাখ টিকা পাবার পাশাপাশি নতুন করে আরও ৭১ লাখ টিকা পাব। গত রাতে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা এসেছে, আরও আসবে। ফলে আবারও ক্যাম্পেইনের মাধ্যমে কোটি টিকা দেয়া হবে।’

বিমানবন্দরে দুই থেকে তিন দিনের মধ্যে করোনার নমুনা পরীক্ষায় পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হবে বলে জানান জাহিদ মালেক। জায়গা সংকটের কারণে ল্যাব তৈরিতে দেরি হয়েছে। গত পরশু দিন আমরা জায়গা ঠিক করে এসেছি বলে জানান তিনি।

আগামী ২ থেকে ৪ দিনের মধ্যেই পিসিআর পরীক্ষার কাজ শুরু হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. খলিলুর রহমান।স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজসহ আরও অনেকে। সূত্রঃ আর টিভি। সম্পাদনা ম/হ। রু ২৩০৯/১৭ 

Related Articles