কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা রক ফেস্ট’

ছবি- সমকাল

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে টরন্টোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা রক ফেস্ট’। এ উদ্যোগ ইতোমধ্যে কমিউনিটিতে বিশেষ আগ্রহ তৈরি করেছে।

আগামী শনিবার (২৭ আগস্ট) ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়নে এ ফেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশি ব্যান্ড অ্যাসোসিয়েশন কানাডার সহযোগিতায় বাংলা রক ফেস্ট আয়োজনের অগ্রভাগে রয়েছেন, ফরহাদ আহমেদ মিশু ও সায়েম আহমেদ, আসাদুন নূর, সাকিব আজাদ এবং আসিফ আহমেদ প্রকাশ প্রমুখ।

এছাড়া এ আয়োজনে সহযোগিতা করছেন ব্যারিস্টার ওমর আল জাহিদ, ফরহাদ রিয়েলটি ইংক এবং ওডিন প্রটেকশন সার্ভিস।

আয়োজকরা জানান, লাক্স চ্যানেল আই সুপারস্টার ও উপস্থাপক রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় এ আয়োজনে অংশগ্রহণ করছে বাংলাদেশি ব্যান্ড শূন্য, ফুয়াদ আল মুক্তাদির, মানুষ, যান্ত্রিক, ব্যান্ডফোর, সুর, ঝড়।

এ অনুষ্ঠানের বিষয়ে আয়োজক সায়েম আহমেদ বলেন, কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে কানাডায় বেড়ে ওঠা আমাদের দেশের তরুণ প্রজন্মকে তেমন একটা দেখা যায় না। অথচ কানাডিয়ান বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠানে তারা ছুটে যান। তার মানে হচ্ছে সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ আছে, কিন্তু আমরা তাদের মতো করে আমাদের সংস্কৃতি তাদের কাছে পৌঁছে দিতে পারছি না।

আয়োজক ফরহাদ আহমেদ মিশু বলেন, এ দেশে বেড়ে ওঠা বাংলাদেশের তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই আমাদের বাংলা রক ফেস্টের আয়োজন। আমাদের বিশ্বাস এ আয়োজনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে আমাদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে পারব।

এ সময় ফরহাদ আহমেদ মিশু ও সায়েম আহমেদ 'বাংলা রক ফেস্ট'কে সফল করে তোলার জন্য কমিউনিটির সবার প্রতি আহ্বান জানান।সূত্রঃ সমকাল। সম্পাদনা ম\হ। বৈ ০৮২৩\১৬ 

 

Related Articles